|
Date: 2023-04-04 13:50:33 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৪ এপ্রিল ২০২৩ সকালে শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি জহির উদ্দীন বাবলু, সাধারণ সম্পাদক আবদুর রকিব রাজু।
রমজানে খাদ্য বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ লন্ডন থেকে এক ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন এবং সকলকে কৃতজ্ঞতা জানান হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস।
© Deshchitro 2024