জাতীয় যুব কাউন্সিল গঠনে সাধারণ পরিষদে কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ অরফান ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন(বডা) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরিদুল ইসলাম ফরিদকে শুভেচ্ছা প্রদান করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখা।


দুপুরে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া বন্দরে বাংলাদেশ ওরফান ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন,বডার অফিসে শুভেচ্ছা বিনিময় করেন ক্লাবের সদস্যরা।



শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রিপুল,সাধারণ সম্পাদক শামীম রানা,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বাবু,সদস্য রায়হান কবির, ফিরু মিয়া ও বিদ্যুৎ সহ প্রমখ। 


সদ্য জাতীয় যুব কাউন্সিল গঠনে কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম বলেন- যুবরা আগামী দিনের ভবিষ্যৎ। যুবদের উন্নতি প্রকল্পে এবং উদ্যোক্তা সৃষ্টিতে অন্যতম ভূমিকা রাখার অঙ্গীকার করেন। একজন শিক্ষার্থী যেন পড়ালেখার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে পারেন সে ব্যাপারে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করবেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024