বর্তমান বাংলাদেশের ছাত্ররাজনীতি যেন শেষ নেই। বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যেতে এবং রাজপথে সু সংগঠিত করার লক্ষ্যে ছাত্রসমাজের গুরুত্ব অসীম।তারই সুত্রধরে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ কে রাজপথে সুসংগঠিত করার লক্ষ্যে দীর্ঘ বছর ধরে রাজনীতির মাঠে কাপিয়ে উড়াচ্ছেন এক তরুুণ রাজনীতিবীদ।তার সুন্দর ব্যাবহার ভালোবাসা দিয়ে ইতিমধ্যে জয় করেছে হাজারো তারুণ্যের 


ভালোবাসা এবং একের পর এক কাজ করে হয়ে উঠেছেন যুব ও ছাত্রসমাজের আইডল।ঈদগাঁও রে জনসাধারণের ও ছাত্রসমাজের ভালোবাসা পাওয়া সর্বস্তরের জনসাধারণের সুুখে দুঃখে পাশে পাওয়া সদা হাসোজ্বল নম্র ভদ্র মানুষটি ছাত্রনেতা ইরফানুল করিম। 


বর্তমান ছাত্রসমাজের অহংকার হয়ে দাড়িয়েছে এই ইরফানুল করিম। তারই হাত ধরে উপজেলা হাজারো তরুণ ছাত্রলীগের পতাকাতলে একত্রিত হয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুলালেই তাকে নিয়ে তরুণ সমাজে অসংখ্য প্রশংসার চিত্র। শত শত শিক্ষার্থীর বিশ্বাস ও আস্হা ও ভরসার শেষ ঠিকানা যেন এই ইরফানুল করিম। মাদক ও ইভিটিজিং এবং নানান কিছুর অপরাধ থেকে ছাত্রসমাজ কে দুরে রাখতে ছাত্রদের নিয়ে প্রায়ই বেশি ব্যাস্ত থাকেন তিনি এবং ছাত্রলীগের পতাকারতলে একত্রিত হয়ে আহবান জানান।


তিনি তার দীর্ঘ বছর রাজনীতিতে অর্থ ও মেধা শ্রম এবং নানানভাবে উপজেলা ছাত্রলীগ কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষেনকাজ করেন। উপজেলা ছাত্রলীগ কে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে ইরফানুল করিম কে প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024