যশোরের কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের নগদ টাকা ও মেধাবীদের ট্যাব প্রদান করা হয়। 


বুধবার বিকেলে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র ছাত্রীদের নগদ টাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান করা হরা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ৯০ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা ও ট্যাব শিক্ষার্থীদের হাতে তুলে দেন। প্রথম শ্রণী থেকে পঞ্চম শ্রেণীর ১০০ জনকে ২ লাখ ৪০ হাজার, পঞ্চম থেকে দশম শ্রেণীর ৮০ জনকে ৪ লাখ ৮০ হাজার ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ৩০ জনকে ২ লাখ ৮৮ হাজার নগদ টাকা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থীকে ২৫২ টি ট্যাব প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন প্রমুখ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023