|
Date: 2023-04-05 13:42:49 |
কুড়িগ্রামে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানাপুলিশ উপজেলার কিশামতবানু এলাকায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আজাদ মিয়া (৩৯) ও মিনহাজুল ইসলাম (২২) কে আটক করে। এসময় এদের কাছথেকে ৪ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, ভুরুঙ্গামারী থানাপুলিশ উপজেলার বড়খাটামারী এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী জমিলা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এসময ওই মাদক সম্রাজ্ঞী এবং উলিপুর উপজেলার ফারাজিটারীর কুখ্যাত মাদক কারবারি মোঃ সাহেব আলীকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে ইতিপূর্বে দায়েরকৃত একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© Deshchitro 2024