|
Date: 2023-04-05 14:13:30 |
আশাশুনি উপজেলার বুধহাটায় স্বপ্নের ছোয়া উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় বুধহাটা বাজারস্থ মীম সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্বপ্নের ছোঁয়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আছাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, ইসলামি ব্যাংক লিঃ বুধহাটা আউটলেট এর পরিচালক মাওঃ নুরুল আফসার, গ্রাম ডাক্তার আলহাজ্ব মোশাররফ হোসেন, ব্যবসায়ী রমজান আলী, আব্দুস সামাদ, সাংবাদিক গোলাম মোস্তফা, ইয়াছিন আরাফাত প্রমুখ। প্রধান অতিথি অতিথিবৃন্দকে সাথে নিয়ে ২০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তালিকাভুক্ত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি সকলকে দানশীল হতে এবং যতটুকু সম্ভব মানুষের পাশে থেকে আল্লাহর অনুগ্রহ পেতে আহবান জানান।
© Deshchitro 2024