আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে নদী খনন কাজে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দেওয়ার পরও কাজ শুরু করায় এলাকাবাসী ফুসে উঠেছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয় সচেনত মহল ও জন প্রতিনিধিরা জানান, যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে মোকামখালী-হলদেপোতা খাল খনন কাজ শুরু করা হয়েছে। খালটি ১৯০ ফুট মত চওড়া হলেও ঠিকাদারের লোকজন নদীর মাঝ খান দিয়ে খনন কাজ না করে গ্রামের পাশ দিয়ে প্রায় ৫ মিটার তলা করে খনন কাজ শুরু করেছে। ফলে অপর পাশে বিশাল এলাকা পড়ে থাকছে। খননকৃত মাটি ঐ এলাকায় ফেলান হচ্ছে। এলাকার লোকজন খালের মাঝখান দিয়ে খনন কাজ করা হোক দাবী জানালেও মানা হয়নি। বাধ্য হয়ে গ্রামে শত শত মানুষ বুধবার বিকাল ৪ টার দিকে কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদারের সাথে কথা বলে তারা একুট সরে মাঝ বরাবর খনন কাজ শুরু করলেও ঠিক মাঝ বরাবর হচ্ছেনা। আবার যে কোন সময় এক পাশে খনন কাজ করা হতে পারে বলে তাদের ধারনা।

ইউপি সদস্য উত্তম কুমার বলেন, খালটি গ্রামের মাঝ বরাবর প্রবাহিত। খালটি দীর্ঘ ভরাট হয়ে আছে। খনন কাজ খালের মাঝখান দিয়ে করার কথা থাকলেও কম মাটি কাটতে হবে এমন স্থান দিয়ে গ্রামের পাশ দিয়ে খনন কাজ করা হচ্ছে। মাঝখান দিয়ে খনন কাজ করলে সবাই উপকৃত হবে। একপাশ দিয়ে কেটে মাটি খালের মাঝ বরাবর ফেলানো হচ্ছে। বৃষ্টি মৌসুম শুরু হলে খালের ও বৃষ্টির পানিতে জন দুর্ভোগের সৃষ্টি হবে। তলা ৫ মিটার খনন করা হচ্ছে, কিন্তু খনন কাজ মাঝখান দিয়ে করা হচ্ছেনা। সিডিউল দেখতে চাইলেও দেখান হচ্ছেনা। তবে জানতে পেরেছি খালের মাঝখান দিয়ে খনন করার কথা থাকলেও তা করা হচ্ছেনা। এব্যাপারে তিনি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও এমপি মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024