|
Date: 2023-04-06 05:53:03 |
হঠাৎ করে সেদিন আকাশটা মেঘাছন্ন
হয়ে গেলো!
গুড়ুম গুড়ুম ডাকাডাকি করছে।
মনে হয় যেনো—
অসৃজনে প্রবল বৃষ্টি হবে, এক পশলা বৃষ্টি;
তাই অপেক্ষায় রইলাম।
এই পশলা বৃষ্টিতেই
হয়তো তাহার দেখা মিলবে।
ভাবলাম আর লিখলাম—
“সত্যিই কি আজ এক পশলা বৃষ্টি ভেজা রোদ্দুরে
কবি তাহাকে দেখতে পাবে?”
ভাবতে ছিলাম!
কিছুক্ষণ পর সত্যিই—
সেই মেঘাছন্ন আকাশে পশলা বৃষ্টি নামলো;
কবি ও তার ভাবনা থেকে বের হয়ে আসলেন।
ছটফট করিতেছেন,
তাহার দেখা বুঝি হলো আজ!
কিছুক্ষন পর বৃষ্টি থেমে গেলো,
পরক্ষনেই বৃষ্টি ভেজা রোদ্দুরও আসলো।
কবি ও বেকুল হয়ে পড়লো
কই? সে তো আর আসলো না;
এই পশলা বৃষ্টি ভেজা রোদ্দুরে
তাহার সাথে আর দেখা ও হলো না।
© Deshchitro 2024