হোক না তা আকাশ ছোঁয়া

হোক না তা পাতাল ভেদি

কাজের সময় বদ্ধ ঘরে থাকি 

তাতে কি মানুষ তো নাকি।


আমি তাদের বিরুদ্ধেই কথা বলি।

যে নিজের স্বার্থে করেনা দেরি 

মানুষ দেখলে করে হুরাহুরি

আমি সাইক্লোন নই,নই টর্নেড

তবু আমি আকাশ ছুঁতে পারি 

যদি আমার লক্ষ্য আকাশ মুখি করি।

আমি ঘরহারা নই,

তবু মাঠে,প্রাঙ্গণে রাত্রি যাপন করি।


হিমেল হাওয়া বইছে ঝিরি ঝিরি

তাতে কি আমি ফুট পাতের কথা ভাবি।

আমি আমার স্বপ্নকে আকাশ মুখি করি।

আমি রিক্ত রাতে শিক্ত দিনের কথা ভাবি।

আমি ধানের শীষে শিশির দেখে থাকি।

রৌদ্র বেলায় করে তা ঝিকিমিকি।


সময়ের কালস্রোতে বলবান যদি যায় হারিয়ে 

কে করবে স্বাধীন এ দেশ।

কে থাকবে দাড়িয়ে,হাত দুটি আকাশের দিকে বারিয়ে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024