ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় জলবাযু পরিবর্তন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল, বুধবার, নকসী ব্রিংনিবিবাল ওয়ার্ডকমিটিতে এই প্রশিক্ষণ পরিচালানা করেন কারিতাস সীডস এর মাঠ সহায়ক সুলভ দফো। প্রশিক্ষণে জলবায়ু ও তার প্রভাব, আবাহাওয়া, জলবায়ুর উপাদান, দুর্যোগ,  দুর্যোগ এর ঝুকি হ্রাস বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে কারিতাস সীডস কর্মসূচির বিভিন্ন আত্মনির্ভরশীল দলের জলবাযু পরিবর্তন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক ২০ জন ফোকালপার্সনবৃন্দ অংশগ্রহন করেন ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024