◾ নিউজ ডেস্ক


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। আগামী দুই সপ্তাহের মধ্যে এ পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান। 


পদত্যাগপত্র কার্যকর হলে ভারপ্রাপ্ত হিসেবে চিফ অপারেটিং অফিসার (সিওও) সাইফুর রহমান মজুমদার এমডির দায়িত্ব পালন করবেন। তাছাড়া নতুন এমডি নিয়োগের জন্য শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান ডিএসইর চেয়ারম্যান। 




ডিএসইর কর্মকর্তাদের পদোন্নতিসহ পরিচালনা পর্ষদের সঙ্গে নানা বিষয়ে মনোমালিন্য হলে গত সোমবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তারিক আমিন ভূঁইয়া। 


এখন পদোন্নতি পাওয়াদের কী হবে এ প্রশ্নের জবাবে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘সিনিয়র জিএম পদে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল করেছে পরিচালনা পর্যদ। বাকি পদে পদোন্নতি পাওয়াদের বিষয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 


তারিক আমিন ভূঁইয়ার সিদ্ধান্ত ছিল, আগামী সেপ্টেম্বরের মধ্যেই অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ও এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড (ইটিএফ) চালু হবে। ঘোষিত সময়েই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে কি না জানতে চাইলে ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘এটিবি ও ইটিএফ নিয়ে এমডি ছাড়াও স্টক এক্সচেঞ্জের সবাই একযোগে কাজ করছেন। সুতরাং সময় মতো চালু হতে হবে। এতে কোন সমস্যা হবে না।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024