|
Date: 2023-04-06 10:44:30 |
দিনাজপুর হতে দশমাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্র সহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।৬এপ্রিল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম।পু
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন মহাসড়কের কর্নাই কাটাপাড়া গ্রাম সংলগ্ন রোডে ডিবি ওসি ফারুকের নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে গতকাল রাত ২ টায় সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় চাইনিজ কুড়াল, ব্লেড সাদৃশ্য লম্বা ছুরি,হাসুয়া, টর্চ লাইট, রশি ও গামছাসহ ডাকাতির নানা সরঞ্জাম জব্দ করা হয় । আটকৃতদের বিরুদ্ধে গ্রুপিং করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।এরা হলেন রুবেল হোসেন, জাহিদুল,আনারুল ইসলাম,সিয়াম হোসেন ও সজল ইসলাম ।আসামীদের মামলা দিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার জানান।
© Deshchitro 2024