এরই রেষ ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত ২১ আগস্ট খুলনা বিভাগের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক চিঠিতে সোহেল ফরাজীকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে সোহেল হোসেন ফরাজী বলেন, খুলনা অফিস থেকে আমাকে বদলি করা হয়েছে। দেখি কি করা যায়।'
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডাঃ শর্মী রায় বলেন, সোহেল হোসেন ফরাজির বদলির একটি আদেশ আমি হাতে পেযেছি। কিন্তু এখন পর্যন্ত তিনি রিলিজ আদেশ নেননি।