২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ /২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ময়মনসিংহের নান্দাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ,পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।


নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল।


উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ২ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আউশ ধান ও ৩৭০ জনের মাঝে ১ কেজি পাটবীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি,উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক প্রমুখ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023