পবিত্র রমজান মাসে  এতিম শিশুদের মাঝে ইফতারির  নগদ অর্থ সহয়তা দিলেন স্বপ্নরাজ রুপায়ন হাজরা। শুক্রবার বিকালে পাটকেলঘাটার আচিমতলা এতিমখানা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়। এসময় রুপায়ন হাজরা বলেন,সমাজের  প্রতিটি বিত্তবান মানুষের উচিত সবসময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। না হলে কিসের মানবতা। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে মানুষ বোবাকান্না নিয়ে  নির্বিতে দিন কাটাছে। একজন ব্যাবসায়ী হিসাবে নয় সমাজের এক মানুষ হিসাবে এই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে সবসময় আমি মানুষে পাশে দাঁড়িয়েছি।  এই দুঃসময়ে   প্রতিটি বিত্তবান  মানুষের উচিত তার আশে পাশে মানুষগুলো কেমন ভাবে দিন যাপন করছে তার খেয়াল রাখা। সুখে দুঃখে  তাদের পাশে  দাঁড়ানো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024