◾আগামীর জয়গান ◾

বিশাল সাহা



বকুলের শুকনো মালার গন্ধ হারিয়ে গেছে, 

প্রজাপতি ওড়ে না আর জুঁই-মালতি গাছে। 

বাতাসের কানকোতে আর নেই বৃষ্টির ঘ্রাণ,

শহরে ইট-পাথরে অযাচিত অভিমান। 


চাঁদোয়া রং তুলিতে স্বপ্ন আঁকে না ছবি,

সন্ধ্যের ঝাপসা আলোয় মুচকি হাসে না রবি।

মেঘ আর যায় না দেখা রোদের আকাশে,

কিশোরির মায়াবী হাসি হয়ে গেছে ক্যাকাশে।


উঠোনের শরীর জুড়ে শিউলি আনেনা রাত,

জোৎস্না নেই আকাশে, অমাবস্যার প্রপাত।

জানালার বেলকনিতে পাখিরা দেয়না উঁকি, 

সুখের হাসি কারো মুখে নেই, সবই যেনো মেকি।


পূর্ণ চাঁদের দোলের রাতে তারারা নিশ্চুপ, 

জন্ম নেওয়া ছোট্ট খুকি হয়ে গেছে ভাবুক।

নৌকার বৈঠা হাতে মাঝিরা নিষ্প্রাণ, বাউল আর একতারাতে গায়না সুখের গান। 

পাহাড়ের গন্ধ শুঁকে ধন্য হয় না কেউ,

মানুষের জীবনে চলে অচিনপুরের ঢেউ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024