নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলার আসামি নয়ন চন্দ্র দাসকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার র‌্যাব এবং পলিশের সহায়তায় ফেনী থেকে আটক করে হাতিয়া থানায় নিয়ে আসা হয়।


আসামি নয়ন চন্দ্র দাস (৩২) চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে। সে সম্পর্কে ভিকটিমের জেঠাতো বোনের স্বামী।


জানা যায়, উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামে ভিকটিমের মা পাশের বাড়িতে খাবার পানি আনতে গেলে নয়ন ঘরে ডুকে ভিকটিমকে ধর্ষন করে। কিছুক্ষন পর ভিতটিমের মা পানি নিয়ে বাড়ির দিকে আসলে কিছু বুঝে উঠার আগেই নয়ন দ্রুত ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন তিনি ঘরে ডুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি উলঙ্গ অবস্থায় নিথর হয়ে পড়ে আছে,তখন তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পেলেন।


৫ মার্চ সন্ধায় ভিকটিমের মা বাদি হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলো।


এ বিষয়ে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সাথে জড়িত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ধর্ষণ মামলার আসামি নয়ন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোট হাজতে প্রেরণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024