আমরা আমতলীবাসী সংগঠনের চাওড়া ইউনিয়ন ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন

Amara Amtali Basi

প্রকাশের সময়: 03-04-2024 04:01:34 pm



‘মানবতার টানে, পাশে আনে’ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে ‘আমরা আমতলীবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন ও আমতলী পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন। 


সোমবার (০১ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পৌরসভার সুমাইয়া শিলা আহ্বায়ক ও মোঃ নাজমুল হাসান সদস্য সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সাজিদ ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম সদস্য রিয়াজুল ইসলাম ইমন, জান্নাতি ও জিএম বাইজিদ।


চাওড়া ইউনিয়নের মানজিলা আক্তার আহ্বায়ক ও মুসাফিক সদস্য সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক পলি আক্তার ও ইমন, সদস্য মিতু, আবদুল্লাহ আল আবির ও মোঃ হাবিবুর রহমান।


সাধারণ সম্পাদক আল জাবের বলেন, ‘মূলত আমতলী উপজেলার একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত এই সংগঠন। সব ধরনের সামাজিক সেবামূলক কাজে অগ্রনী ভূমিকা পালন সহ সমাজের অসংগতি দূরীকরণেও ভূমিকা রাখবে আমরা আমতলীবাসী সংগঠনের সদস্যরা।’

আরও খবর