যশোরের অভয়নগর থানা কতৃক বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া থানাধীন ০৬ জন আাসমিকে আটক করে অতঃপর বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
অভয়নগর থানা সূত্রে জানা যায়, পুলিশের অভিযানে নওয়াপাড়া পাঁচকবর সাকিনস্থ কেপিএল ঘাটের পশ্চিমে যশোর টু খুলনাগামী মহাসড়কের পূর্বপাশে পাকা রাস্তার উপর হইতে আসামী ০১। মোঃ অহিদুজ্জামান সুমন (৩৬), পিতা- ওয়াদুদ শেখ, সাং- নওয়াপাড়া (পাঁচকবর), থানা- অভয়নগর, জেলা- যশোরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন ভাঙ্গাগেট কাঁচাবাজারের পূর্বপাশে বাসুদেব কুন্ডু এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ০২। মোঃ সোহেল শেখ (৩২), পিতা- মনিরুজ্জামান @ ময়েজ শেখ, সাং- উত্তর বর্ষাপাড়া (ইয়াকুব আলী হাজীর বাড়ীর পাশে), থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন মশরহাটি সাকিনস্থ দশ গোডাউনের সামনে ধৃত আসামী মোঃ সজিব মোল্ল্যার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ০৩। মোঃ সজিব মোল্যা (২০), পিতা- মোঃ আলমগীর মোল্ল্যা, মাতা- রাবেয়া বেগম, সাং- মশরহাটি (দশ গোডাউল রোড), থানা- অভয়নগর, জেলা- যশোর কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা প্রেমবাগ গ্রামস্থ ধৃত আসামী মোঃ সোহেল শেখ, পিতা- পিতা- জাহাঙ্গীর শেখ এর বসত ঘর হইতে আসামী ০৪। মোঃ সোহেল শেখ (২০) পিতা- জাহাঙ্গীর শেখ, সাং- সিদ্ধিপাশা (প্রেমবাগ) থানা- অভয়নগর, জেলা- যশোরকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন তালতলা-পায়রাগামী পাকা রাস্তার একতারপুর তালতলা গ্রামস্থ জনৈক মোঃ ইব্রাহিম রাড়ী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ০৫। মোঃ আসলাম হোসেন (৩০), পিতা- মৃত মোবারক আলী মোড়ল, সাং- উত্তর মুজগুন্নি কারীগরপাড়া, থানা- মনিরামপুর, এ/পি সাং- বুইকারা (গরুরহাটপাড়া, জনৈকা লিমা, পিতা- মৃত তোফান মিস্ত্রি এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- অভয়নগর, জেলা- যশোকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক ভাবে মামলা রুজু হয় এবং গ্রেফতারী ওয়ারেন্ট ০৬। জিআর নং- ১০৩/১৯ মূলে আসামী মোঃ রেজাউল শেখ (৪২) পিতা- মৃত খালেক শেখ, সাং- নাউলী, থানা- অভয়নগর, জেলা- যশোর কে গ্রেফতার করেন সর্ব মোট ০৬ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ০৬/০৭/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে