জয়পুরহাটে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ী ও ছয়জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার সকালে প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে জয়পুরহাট সদর থানাধীন চকশ্যাম এলাকা থেকে রবিবার বিকালে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকস অপারেশনাল দল ২০ গ্রাম গাঁজা ও ২২ পিস ট্যাপান্টাডলসহ পাইকরদাড়িয়া গ্রামের মৃত রাজেন্দ্র নাথ মোহন্তের ছেলে শ্যামল চন্দ্র মহন্ত (৫২), মহুরুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০), ও মৃত মনমত সরকারের ছেলে গোকুল চন্দ্র সরকার (৩০) কে গ্রেফতার করেছে।
অপরদিকে জয়পুরহাট সুগারমিল এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুয়া খেলার সময় শান্তিনগর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে রেজাউল করিম (৬০), মৃত রোফা সরদারের ছেলে আলম সরদার (৫৬) মৃত হোসন আলীর ছেলে হিপলু (৫২), মৃত বছির উদ্দিনের ছেলে নুর ইসলাম (৬০), মৃত গোলজার হোসেনের ছেলে ফারুক হোসেন (৫৫) ও মৃত মতিয়ার রহমানের ছেলে রানু শফি (৫৬) কে গ্রেফতার করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত আসামী শ্যামল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ইমরান ও গোকুল এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃত ০৬ জন জুয়াড়ী কে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
৪ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২১ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
২৩ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে