জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচবিবিতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেফতার দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল

চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে ২৮ শতাংশ ঋণাত্বক প্রবৃদ্ধি


চট্টগ্রাম বন্দরে এবছরের ফেব্রুয়ারিতে মোট আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডলিং হয় ১ লাখ ৬৮ হাজার ৭৪ টিইইউস। গত বছরের একই সময়ে ফেব্রুয়ারিতে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৮৬১ টিইইউস। অর্থাৎ গতবছরের তুলনায় এবছরের ফেব্রুয়ারিতে ৬৭ হাজার ৭৮৭ টিইইউস কম কনটেইনার হ্যান্ডলিং হয়। যার ফলে ফেব্রুয়ারিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ঋণাত্বক প্রবৃদ্ধি দাঁড়ায় ২৮ দশমিক ৭৪ শতাংশ। বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, সদ্য বিদায়ী মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছে ৭৭ হাজার ৮৪১ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছে ১০ হাজার ১২৫ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছে ৫৬ হাজার ২২৪ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছে ২৩ হাজার ৮৮৪ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়।

এদিকে গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছে ১ লাখ ১৫ হাজার ৩৮৯ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছে ৩ হাজার ৯২১ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছে ৬৯ হাজার ৮২০ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছে ৪৬ হাজার ৭৩১ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে মোট ২ লাখ ৩৫ হাজার ৮৬১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়।

কনটেইনার হ্যান্ডলিংয়ের ঋণাত্বক চিত্র ছিল চলতি বছরের জানুয়ারিতেও। গত বছরের জানুয়ারির তুলনায় এবছরের জানুয়ারিতে ৬৭ হাজার ৪১৯ টিইইউস কম হ্যান্ডলিং হয়েছিল। ফলে জানুয়ারিতেও ঋণাত্বক প্রবৃদ্ধি হয়েছিল ২৫ শতাংশের বেশি।

হ্যান্ডলিং পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছে ৮৭ হাজার ৯৮৪ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছে ১০ হাজার ৮৯২ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছে ৬২ হাজার ৭২৭ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছে ৩৬ হাজার ১৭৯ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে মোট ১ লাখ ৯৭ হাজার ৭৮২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়।

এদিকে গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছিল ১ লাখ ৩১ হাজার ৫২৬ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছিল ৩ হাজার ৯৭০ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছিল ৭৩ হাজার ১৬৩ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছিল ৫৬ হাজার ১৬৩ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে গত বছরের জানুয়ারি মাসে মোট ২ লাখ ৬৫ হাজার ২০১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল।

এবিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে  বলেন, ২০২২ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিয়ের রেকর্ড রয়েছে। প্রতি বছরই কনটেইনার, কার্গো পণ্য ও জাহাজ হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। তবে সম্প্রতি বৈশ্বিক মন্দা ও দেশে ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা কম আমদানি রপ্তানি করতে পারছেন। এতে চট্টগ্রাম বন্দরের কোন ভূমিকা নেই। আমাদের সক্ষমতা আছে। বড় বড় জাহাজ ভেড়ানোতেও চট্টগ্রাম বন্দর প্রস্তুত। যে পরিমাণ পণ্য নিয়েই জাহাজ আসুক, আমরা তা হ্যান্ডলিয়ে প্রস্তুত আছি। 

আরও খবর