১৪ মার্চ ( মঙ্গলবার) সকাল ১১টায় নগরীর কে.সি.দে রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যকালে খোরশেদ আলম সুজন বলেন, যে ওষুধ খেয়ে মানুষের বেঁচে থাকার কথা আজ সে ওষুধ খেয়ে দীর্ঘমেয়াদী রোগে শোকে কষ্ট পাচ্ছেন রোগী সাধারণ। কিছু মানুষরূপী অর্থলোভী নরপিশাচ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তারা বিভিন্ন নামী দামি কোম্পানির ওষুধ ভেজাল করে হুবহু একই রকম মোড়ক লাগিয়ে বাজারে বিপণন করছে। ফলত মানুষের বেঁচে থাকার জায়গাটিকে আজ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিশেষ করে করোনা মহামারী পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জীবন আজ বিপন্ন হওয়ার মতো অবস্থা। একদিকে ভেজাল ওষুধ, অন্যদিকে দৈনন্দিন সেবনকৃত প্রেসার, ডায়াবেটিস, হৃদরোগসহ অতি প্রয়োজনীয় ওষুধগুলোর মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধিতে রোগীরা আজ দিশোহারা। এসব ওষুধের দামও নির্ধারণ করে দেওয়ার জন্য ওষুধ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভেজাল ওষুধের বিশাল বিশাল গোডাউন রয়েছে। যেখানে প্রতিদিন লাখ লাখ টাকার ভেজাল ওষুধ প্যাকেটজাত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধে নতুন করে মোড়ক লাগানো হয়। আর এসব ভেজাল ওষুধ বিক্রয় করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছেন কতিপয় নামসর্বস্ব ওষুধ কোম্পানি এবং ফার্মেমি মালিকগণ। এখানে আরো উল্লেখ্য যে নির্দিষ্ট কিছু ওষুধ রয়েছে যেগুলো সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে রোগীর জীবনহানিরও আশংকা রয়ে যায়। তাই জীবন-মরনের অপরিহার্য এ উপাদান নিয়ে ছেলেখেলা করার অধিকার কারো নেই।
১৯ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৭৫ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭৭ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
৮০ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৮০ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১০২ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে