দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রীর শরীরের বিভিন্ন অংশে তল্লাশী চালিয়ে মিলেছে পৌনে ৪ কেজি স্বর্ণ। ওই যাত্রীর প্যান্টের ভেতর থেকে ১৫টি, জুতার ভেতর থেকে ৮টি ও পায়ুপথে লুকিয়ে রাখা ৯টিসহ মোট ৩২ টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩ কেজি ৮২৭ গ্রাম সোনার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।
আটককৃত যুবকের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুরে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান গণমাধ্যামকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, সকাল ৬টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে সোনা অবৈধ চালান আসছে এমন খবর পেয়ে মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর আসন ২৮বি থেকে তাকে নিয়ে এসে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি চালালে তার প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর তাকে এক্স-রে করে পায়ুপথে আরও ৯টি বার পাওয়া যায়।
১৯ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৭৫ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৭৭ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮০ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮০ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
১০২ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে