প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক এ সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় এসব জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানের ২০২২-২০২৩ অর্থবছরের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৯০ জন রোগীকে ৫০ হাজার করে মোট ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয় ।
১৯ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
৭৫ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৭৭ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮০ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৮০ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
১০২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে