চট্টগ্রামে ২০ বছর পর তিন খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৭।
গ্রেফতার আবুল কালাম চৌধুরী (৭০) হাটহাজারী থানাধীন চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।
র্যাব জানিয়েছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত তিন সহোদর আবুল বশর, বাদশাহ ও কাশেম এর সঙ্গে আবুল কালাম চৌধুরীর দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। সেই সূত্র ধরে ২০০৩ সালের ২৬ মে সকাল ১১টার দিকে দোকানে চা খাওয়া অবস্থায় আবুল কালাম চৌধুরী ও তার সহযোগীরা কিরিচ- দা দিয়ে কুপিয়ে এবং গুলি করে চারিয়া কাজীপাড়ায় ওই তিন সহোদরকে নৃশংসভাবে হত্যা করে।
নিহতদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় আবুল কালাম চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
১৯ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
৭৫ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৭ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৮০ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮০ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১০২ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে