◾ নিউজ ডেস্ক
ডিজেলের দাম লিটারে পাঁচ টাকা কমায় বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসমালিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা করে কমিয়ে দুই টাকা ২০ পয়সা থেকে দুই টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে দুই টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৪৫ পয়সা করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, আর মিনিবাসে ৮ টাকা।
নতুন ভাড়ার বিষয়ে বৈঠকে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী বলেন, ‘তেলের দাম কমার পরই আমরা ভাড়া কমানো নিয়ে কাজ শুরু করি। এবার এক টাকায় আমরা এক পয়সা করে কমিয়েছি বাসের ভাড়া। তা ছাড়া ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া দুই টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়া কাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কি না, তা দেখতে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরাও থাকবেন। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নতুন ভাড়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দৈনিক বাংলাকে বলেন, ‘তেলের দাম যে অনুপাতে বেড়েছে সেই অনুপাতে কমানো হয়নি। সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পাঁচ পয়সা ভাড়া কমানোর কোনো সুফল যাত্রীরা পাবেন না। আর এই ভাড়া কার্যকর হবে না।’
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৬ আগস্ট দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে দুই টাকা ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ৩৫ পয়সা বাড়িয়ে দুই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।
গত ৫ আগস্ট ডিজেল-কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা ও পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করে সরকার। সর্বশেষ গত ২৯ আগস্ট ডিজেল-পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমানো হয়েছে। তাতে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ২০১৬ সালে তেলের দাম লিটারে তিন টাকা কমানো পর বাসভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা করে কমানো হয়েছিল।
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে