ইচ্ছে করে আমার মনে
তোমার একটা ছবি আঁকি,
আবার মনে সাধ জাগে তোমার বাগানে
রক্ত গোলাপ হয়ে ফুটে থাকি।
কিন্তু ভয় হয়, কারণ আমার সাধ্য নেই
যদি তুমি দাও আমায় ফাঁকি!
ইচ্ছে করে নদীর ধারে বটমূলে
নিদারুণ সুরে বাজাই আমি বাঁশি,
দৌড়ে এসে একটু দূরে দাঁড়িয়ে
দেবে কি তুমি মায়াভরা হাঁসি?
নাকি বাঁশির সুরে পাগল হয়ে
কাছে এসে বলবে, তোমায় আমি ভালোবাসি!
ইচ্ছে করে তোমার সাথে
থাকতে সারাটি জীবন,
শুনেছি ভালোবাসা নাকি মিথ্যে?
হতে দেয়না কাউরে আপন,
তাহলে বুঝি তোমাকে না-পেয়ে
কাটাতে হবে আমার এই বাকিটা জীবন!!
৪ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে