২৩ শে নভেম্বর একটি উজ্জীবিত প্রাণের নাম ;
যেমন হয় অন্ধকারাচ্ছন্ন কাঁটাতার বিছানো পথ থেকে অগ্নিশিখার দিকে ফিরে আসা!
২৩ শে নভেম্বর একটি মায়াশালিক ;
যার আবর্তন ঘটে চলে মানবপ্রাণে অবিরাম।
২৩ শে নভেম্বর একটি টাইটানিক জাহাজ ;
যা প্রশান্ত মহাসাগরের অশান্ত ঢেউয়ে বিধ্বস্ত হয় বারবার।
২৩ শে নভেম্বর একটি বিষ্ফোরিত পারমাণবিক বোমা ;
যা হিরোশিমা ও নাগাসাকিকে আঘাত করে বারবার।
২৩ শে নভেম্বর একজন জলন্ত ইয়েটস ;
যে দেশপ্রেমি সৈনিকের কাছে পরাজিত হতে থাকে বংশ পরম্পরায়।
২৩ শে নভেম্বর একটি নিস্তব্ধ ডায়েরি ;
যার ভিতর লুকিয়ে আছে মানবময় পাথর তৈরির ইতিহাস।
২৩ শে নভেম্বর একটি মহাপ্রলয়ের নাম ;
যা পুরানকে ধুয়ে-মুচে রেখে যায় নতুনভাবে।
তবুও ২৩ শে নভেম্বর করে রাখে শক্তির সঞ্চার;
মানবহৃদয়ে জাগায় বাঁচার আশ্বাস।
তাই পৃথিবীর বুকে ২৩ শে নভেম্বর নেমে আসুক
যেমন নেমে এসেছিলো একদিন
আমার রুক্ষ প্রাণে একটি সজীব চারুলতা !
৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে