যে পথে তুমি হেটেছো শত বছর আগে
সে পথে আমি হাটি এখন।
হয়তো তোমার আমার পথ ভিন্ন
কিন্তু গন্তব্য একই।
অন্যায় আর অবিচারের বিরুদ্ধে করতে লড়াই,
হে বীর ! আমি করছি তোমায় অনুসরন অবিরাম,
কারন তুমিইতো বীর বাঙালি -শেখ মুজিবুর রহমান।
পাওনি কখনো শত্রুর ভয়
পেরেছো দেশকে স্বাধীন করতে,
তোমায় অনুসরণে আমি আজও করিনি মাথা নত।
তুমিতো আজও আছো কোটি মানুষের মনে
তোমার জন্য বাচতে পেরেছি নতুন করে ধারায়,
তোমার মতো সাহসী বীর খুঁজে
পাবোনা এই বাংলায়।
ততদিন থাকবে তুমি মানুষের মনে
যত দিন নীল আকাশে ডানা মেলে উড়বে গাঙ্গচিল,
বয়ে যাবে নদী-রয়ে যাবে মাঠ ভরা ফসল,
তুমিতো বীর বাঙ্গালী-বাংলার মুক্তির সনদ।
৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে