আমি নারী!
তাই বলে আমি পুতুল নই,
সবাই আমাকে পুতুল ভেবে নাচিয়ে চলে
কিন্তু! আমিও যে ক্লান্ত হই।
আমি নারী!
তাই বলে আমি পাথর নই,
সবাই আমাকে পাথর ভেবে আঘাত করে
কিন্তু! আমিও যে দুঃখ পাই।
আমি নারী!
তাই বলে আমি অন্ধ নই,
সংসারে অন্ধ আমিটাতেই যেন শান্তি
কিন্তু! আমিও যে দেখতে পাই।
আমি নারী!
তাই বলে আমি বোবা নই,
যে যার মতো আমায় শুনিয়ে চলে
কিন্তু! তবুও আমার উত্তর দিতে নেই।
আমি নারী!
তাই বলে আমি যন্ত্র নই,
সবাই আমাকে যন্ত্র ভেবে চালিয়ে যায়
কিন্তু! মাঝেমধ্যে আমারও যে বিশ্রাম চাই।
আমি নারী!
তাই বলে আমি দৈত্য নই,
বরের মতো ৯-৫ টার অফিস করার পরও
ঘরের সব কাজ কেনো আমারই ভাই?
আমি নারী!
তাই বলে আমি ম্যাজিশিয়ান নই,
প্রয়োজনে সবার কাছে আমি ম্যাজিশিয়ান
কিন্তু! প্রয়োজন ফুরালেই মূল্য নাই।
আমি নারী!
তাই বলে আমি হৃদয়হীন নই,
হাজার কিছু করার পরও যখন কথা শুনি
তখন আমিও যে অদৃশ্য বারিতে হৃদয় ভাসাই।
আমি নারী!
তাই বলেই আমি তুচ্ছতাচ্ছিল্যের স্বীকার হই,
পান থেকে চুন খসলেই
নিজের বাড়ির সন্ধানে বারই।
আমি নারী!
তাই বলে আমি জল নই,
সবাই আমাকে জলের মতোই ব্যবহার করে
আমিও যে সুখ - শান্তি অবিচল রাখতে
যে পাত্রে রাখে সে পাত্রের আকাড়ই ধারণ করি।
"আমি নারী"
কলমেঃ প্রণব মন্ডল, খুলনা ইউনিভার্সিটি।
৪ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে