ব্যাংক থেকে নগদ টাকা তোলার বেঁধে দেওয়া সীমা প্রত্যাহার মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও বন্যায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অভয়নগর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের কমিটি গঠন গাজী লাশের রাজনীতি করেছে, আমরা উন্নয়নের রাজনীতি করবো- দিপু ভুঁইয়া খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতির সমাবেশ জনসমুদ্রে পরিণত শান্তিগঞ্জে উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় শিক্ষকের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ ডোমারে সঙ্গীত ও নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্রদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিণাকুন্ডুতে পানি উন্নয়ন বোর্ডের ১৪ লাখ টাকার গাছ বিক্রি শ্রীপুরে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজার সহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চৌদ্দগ্রামে বরৈয়া মানব কল্যান সংস্থার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ সাতক্ষীরার পাটকেলঘাটায় হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা ও জনসভা অনুষ্টিত লোহাগাড়া বটতলীতে তীব্র যানজট। আমরা গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করছি: উপদেষ্টা আদিলুর ছাত্র-জনতার আন্দোলনে আহতদের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা "দেশ ও জনকল্যাণে স্বাধীন, বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই" - রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় ইউএনও রাশেদুল ইসলাম সীমান্তে পিঠ না দেখিয়ে অর্পিত দায়িত্ব পালন করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নোবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালন



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।



 আজ মঙ্গলবার (১৫ আগস্ট) শোক পদযাত্রা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের নেতৃত্বে শোক পদযাত্রা

প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে  বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়। পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, আবাসিক হল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


পরবর্তীতে  বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। নোবিপ্রবির  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি মাসুদ রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক আফরিদা জিননুরাইন উর্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঞা, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, প্রক্টর মো. ইকবাল হোসেন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জনাব মেজবাহ উদ্দিন, সহকারী রেজিস্ট্রার জনাব মো. সোহরাব ইকবাল, প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব শিব্বির আহমেদ, শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নুহাশ ও একিনা সাকিন এষা।


উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ৪৮ বছর পেরিয়ে গেল জাতির পিতা আমাদের মাঝে নেই। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু। ওইদিন এ বর্বরতার খবর শুনে আমরা স্তম্ভিত হয়ে পড়ি। নীরবে অশ্রুজল ফেলেছিলাম। ১৫ আগস্ট কষ্ট, বেদনা ও কান্নার দিন। এদিন বাঙ্গালী জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ককে হারিয়েছিল। শুধু বাঙ্গালী নয়; এখনও বিশ্বের যেখানে শোষিত ও বঞ্চিত গোষ্ঠী রয়েছে, বঙ্গবন্ধু তাদের সবার আদর্শ। আজকের এ দিনে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতা ও স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।


তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ দেশে পাকিস্তানি দোসরদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। এখনও আমাদের আশপাশে এ ধরনের ষড়যন্ত্রকারীরা ওঁৎ পেতে রয়েছে। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে তোমাদের এ ধরনের অপশক্তির মোকাবিলা করতে হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

   

আলোচনা সভার পর জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও কেন্দ্রীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আরও খবর


deshchitro-66da219529d5b-060924032437.webp
জেনে নিন কে এই অধ্যাপক নকীব!

২ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে



deshchitro-66d968a892a6b-050924021536.webp
র‌্যাগিং বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

২ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে