ছাত্রদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও ট্রাম্প শক্তিশালী হতে পারে নিম্নচাপটি, তিন নম্বর সতর্কতা বাংলাদেশে পালিয়ে এলেন আরো ৫০০ রোহিঙ্গা ‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ বিকেলে ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, আক্রান্ত ৪০৩ বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়ায় বাড়ছে পর্যটকের সংখ্যা দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা সীমান্ত থেকে মানব পাচারের অভিযোগে আটক তিন সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি হাবিব শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন এসপি মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা কালিগঞ্জে দ্বৈত নাগরিক শিক্ষক নারায়ণ চন্দ্রের দাপটে অতিষ্ট লোহাগাড়ায় পুকুরের পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু। আলকরা ইউনিয়নে প্রবাসী কল্যাণ পরিবারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা ব্যাংক থেকে নগদ টাকা তোলার বেঁধে দেওয়া সীমা প্রত্যাহার মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও বন্যায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অভয়নগর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের কমিটি গঠন গাজী লাশের রাজনীতি করেছে, আমরা উন্নয়নের রাজনীতি করবো- দিপু ভুঁইয়া

বিশ্ব শান্তি নিশ্চিতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


সারা বিশ্বের মানুষের জীবনে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ইউএনজিএর ৭৭তম অধিবেশনে তিনি এই ভাষণ দেবেন। 


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার ভাষণে বহুপাক্ষিকতার ওপর জোর দেবেন। আমরা শান্তির প্রতি জোর দেব। আমরা বলব, যে কোনো ধরনের সংঘাত থেকে বেরিয়ে আসার সর্বোত্তম উপায় হলো সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধান।’


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাষণে বাংলাদেশ কোভিড-১৯ মহামারিকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। মহামারি মোকাবিলায় বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে উল্লেখ করবেন শেখ হাসিনা।’


তিনি বলেন, ‘মহামারি সত্ত্বেও বাংলাদেশ যথেষ্ট অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। এটি অর্জনের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশে যে পদক্ষেপ নিয়েছেন তা তুলে ধরবেন। এ ছাড়া বিভিন্ন প্রণোদনা প্যাকেজ, প্রণোদনা ও জলবায়ু সমস্যাও তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’


পররাষ্ট্র বলেন, ‘আমরা সব সময় বলি যে, আমাদের বিশ্বকে বাঁচাতে হবে। এই বিশ্বকে বাঁচাতে বৈশ্বিক তাপমাত্রা অবশ্যই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া উচিত নয়। আমরা প্যারিস চুক্তির বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এতে বিশ্বকে বাঁচাতে প্রতি বছর ১০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আশা করে যারা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী তারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব ভাগ করে নেবে।’


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সারা দেশে ভূমিহীনদের ঘর দিচ্ছে। আমরা মানুষকে একটি বাড়ি এবং একটি জীবন দিচ্ছি। আমরা বিশ্বকে দেখাব যে আমরা খুব ভালো কাজ করেছি। বাংলাদেশের মূল ফোকাস হচ্ছে দেশটি শান্তি চায়। শান্তি ও স্থিতিশীলতা সাধারণ মানুষের মঙ্গলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।’

আরও খবর