জামালপুর সদর উপজেলার শরিফপুরে মোঃ স্বাধীন (২৬) এক আইসক্রিম ব্যবসায়ীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রণরামপুর আমির হোসেন ফকিরের ছেলে শাকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে, গত শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শরিফপুর ইউনিয়নের রণরামপুর বায়েন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোঃ স্বাধীন পিংগলহাটি গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। জানা যায় মোঃ স্বাধীন লাবেলো আইসক্রিমের ডিলার নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। ঘটনার দিনও স্বাধীন তার ব্যাটারীচালিত অটোবাইকে মালামাল ভর্তি করে অটোবাইকের ড্রাইভারসহ বিভিন্ন দোকানে আইসক্রিম ডেলিভারি দিচ্ছিলো। এ সময় শরিফপুর ইউনিয়নের রণরামপুর এলাকার খাটা পাড়া মোড়ে রাস্তায় গাড়ি দাড় করানোকে কেন্দ্র করে অভিযুক্ত মোঃ শাকিলের সাথে সামান্য বাকবিতন্ডা হয়। পরে স্থানীয়রা উভয় পক্ষকে যার যার কাজে পাঠিয়ে দেয়। এ ঘটনার জেরে একই দিনই স্বাধীন আইসক্রিম ডেলিভারি শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় বায়েনপাড়া এলাকায় পৌছালে শাকিল ও তার সহযোগীরা আইসক্রিম ব্যবসায়ী স্বাধীন ও তার অটোবাইকের চালক হৃদয় হাসান এর উপর হামলা করে। হামলায় স্বাধীন ও হৃদয় হাসান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা দু'জন সেখানে চিকিৎসাধীন রয়েছে। হামলায় আহত স্বাধীন সাংবাদিকদের জানান, সামান্য কথা-কাটাকাটিকে কেন্দ্র করে শাকিল ছিনতাইয়ের উদ্দেশ্যে
তার উপর হামলা করে এবং আইসক্রিম বিক্রির (৫৫ হাজার ৫০০) টাকা শাকিল ও তার সহযোগীরা জোর পূর্বক নিয়ে যায়। অভিযুক্ত শাকিলের সম্পর্কে জানতে চাইলে স্বাধীন আরো জানান,শাকিলের সাথে রণরামপুর বায়েনপাড়া এলাকার মোঃ নবাব আলীর ছেলে রবিউল, (২৫), হাবিবের ছেলে রফিক (২৩), আব্দুর রহিমের ছেলে সোহেল (২৪), অঙ্ঘাত আরো কয়েকজন ছিলো। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,আইসক্রিম ব্যবসায়ীকে মারধরের বিষয়ে এখনো কোনো অভিযোগ পায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে
১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে