রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে "বিশ্ব অণুজীব দিবস" পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ইন্টারন্যাশনাল অণুজীব দিবস এর সাথে সমন্বয় করে ০৪ টি ক্যাটাগরিতে পরীক্ষা এবং একটি আলোচনা সভার আয়োজন করে মাইক্রোবায়োলজি স্টুডেন্ট এসোসিয়েশন (MSA) সংগঠন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজির সম্মানিত চেয়ারম্যান ডঃ জান্নাত আরা হেনরী তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইনিস্টিউটের সম্মানিত প্রিন্সিপাল ডঃ আতিকুর রহমান সহ অন্যান্য শিক্ষক/শিক্ষীকাবৃন্দ।
এ সময় উক্ত অনুষ্ঠানের অর্গানাইজার নাফসান বিন নাসিম প্রান্ত বলেন, ভাইরাসের মতো অণুজীবগুলো বর্তমান ও ভবিষ্যৎ পৃথিবীর জন্যে এক বড় চ্যালেঞ্জ। তাই অণুজীব গবেষণায় বিশ্বকে বেশি মনোযোগী ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি। কারণ বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগের জীবাণু শনাক্তকরণ, রোগের প্রতিষেধক তৈরি, অ্যান্টিবায়োটিক তৈরি, ওষুধের মাইক্রোবায়োলজিক্যাল গুণগত মান নির্ণয় ইত্যাদি বিষয়ে সাফল্য অর্জন নির্ভর করে অণুজীববিজ্ঞানে গবেষণার উৎকর্ষের উপর। তাই অণুজীব গবেষণা ও মহামারী মোকাবিলায় সুদূরপ্রসারী কার্যকর ব্যবস্থা গ্রহণই একমাত্র বিশ্ববাসীকে করোনাভাইরাস মহামারীর মতো অনাগত ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারবে।
উল্লেখ এই যে, উক্ত অণুজীব দিবসে প্রায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আলোচনা সভায় উপস্থিত থেকে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করে।
৫ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে