দীর্ঘ দিন ধরে কোন সুফল না পাওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীরা তালা ঝুলিয়ে দিয়েছে একটি বেসরকারি হাসপাতালে।
নোয়াখালীর চাটখিল বাজারে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত চাটখিল চক্ষুও জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালটির ক্ষুদ্ধ বিনিয়োগকারীরা এই তালা ঝুলিয়ে দেয়।
তারা বলছেন গত ৮ বছর আগে ১ কোটি ৬৯ লাখ টাকা বিনিয়োগ।বিনিয়োগ করে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত আট বছরে বিনিয়োগকারীরা হাসপাতালটি থেকে একটি টাকাও ফেরত পায়নি।
বিনিয়োগকারীরা আরো বলছেন, এই নিয়ে তারা থানায় অভিযোগ করেছেন কিন্তু এটা নিয়েও চলছে নানা টালবাহানা।
এদিকে যাদের প্রতি বিনিয়োগকারীদের অভিযোগ সেই অংশ পরবর্তীতে হাসপাতালে এসে তারাও আরেকটি করে তালা ঝুলিয়ে দেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে চাটখিল থানা পুলিশের একটি দল এসে হস্তক্ষেপ করে।
পুলিশ বলছে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
অপরদিকে অভিযোগের আঙ্গুল উঠা সালেহ আহমেদ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
চাটখিল বেসরকারি হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি এবং জেলা বিএমএর সভাপতি ডাঃ মুহাম্মদ নোমান বলেছেন হাসপাতালটির কোনো পক্ষই তার কাছে সমাধান কল্পে কোন অভিযোগ করেননি।
সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, সুষ্ঠু সমাধানকল্পে তারা তাদের বিনিয়োগ ফেরত পেতে চান। এইজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ ঘন্টা ৩ মিনিট আগে