আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গাজী পাম্প হাউজ পানি বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার থেকে পানি বিতরন শুরু করেছে।
আনুলিয়ার বিছটে খোলপেটুয়া নদীর পাউবো বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকার ১১ টি গ্রাম ইতিমধ্যে নদীর লবণ পানিতে প্লাবিত হয়েছে। এসব গ্রামের অধিকাংশ মানুষ নিরাপদ স্থান, রাস্তা-বেড়ী বাঁধের উপর আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করেছে। মানুষ নানা সমস্যার সাথে সাথে সুপেয় পানির অভাবে ভুগছে। এসব মানুষের খাবার পানির সমস্যা নিরসন কল্পে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও আশাশুনি সদরের কোদন্ডা গ্রামের আনিছুর রহমান গাজীর 'গাজী পাম্প হাউজ' সুপেয় পানি সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। এখান থেকে প্রতিদিন ৩ হাজার লিটার করে পানি বিশেষ ভ্যানযোগে স্ব স্ব এলাকার মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন পানি পৌছানোর ব্যবস্থা করা হচ্ছে। প্লাবিত এলাকার মানুষ পানি সংকটকালে সুপেয় পানি পেয়ে পানির সমস্যা কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।