শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
যশোরের শার্শার বিভিন্ন ইউনিয়নে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে পথসভা করেছেন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা।
বৃহষ্পতিবার(৩ রা এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পুটখালী,গোগা,কায়বা,বাগআঁচড়া ও উলাশী ইউনিয়ন এ পথসভা অনুষ্ঠিত হয়।
এ পথসভা অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড মোস্তফা কামাল মিন্টু,তাজউদ্দীন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ,শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার নাসিম জামান রিফাত সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপি নেতাকর্মীদের সকল কন্দল ভেদাভেদ ভুলে এক হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান।