আগামী ৫ নভেম্বর লক্ষ্মীপুর -৩ আসনের উপ-নির্বাচন, এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা।স্বল্প মেয়াদের এই নির্বাচন ঘিরে অন্য প্রার্থীদের প্রচারণায় বা গনসংযোগ দেখা না গেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই উপনির্বাচনেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।পোস্টার ফেস্টুন গণ সংযোগ ছাড়াও চলছে নৌকার সমর্থনে মিছিল।
তারই ধারাবাহিকতায় ২২ অক্টোবর (রবিবার) বিকেলে লক্ষ্মীপুর শহরে বিশাল একটি মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি শহরের মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেয় হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর সহ আরো অনেকে।
প্রসঙ্গত :
গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু ছাড়াও আরো তিন জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন জাতীয় পার্টির মোঃ রাকিব হোসেন, জাকের পার্টির শামছুল করিম খোকন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১ ঘন্টা ৭ মিনিট আগে
১ ঘন্টা ৮ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে