লক্ষ্মীপুর-৩ আসন উপনির্বাচনে জাল ভোট, এজেন্ট ভয়ভীতি দেখানো, এজেন্ট বের করে দেওয়া সহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছে জাতীয় পার্টি এবং জাকের পার্টির প্রার্থী।
আজ রবিবার (৫ নভেম্বর) নির্বাচন চলাকালীন দুপুর ২ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব হলে বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন এবং জাকের পার্টির প্রার্থী শামসুল ইসলাম খোকন।
জাপার প্রার্থী বলেন,সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও দু'একটি কেন্দ্র ব্যতিত কোনো কেন্দ্রেই ভোটারের উপস্থিতি খুবই কম দেখা গেছে। কিন্তু ভিতরে গিয়ে দেখা গেছে কয়েকশো ভোট পড়েছে, তাহলে এ ভোট কারা দিয়েছে.?তিনি আরো বলেন, আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাইনি।
জাকের পার্টির প্রার্থী শামসুল ইসলাম খোকন বলেন, আগেরদিন থেকেই পূর্বাঞ্চলে আমার এজেন্টদের ভয় দেখিয়ে ঘর থেকে বের হতে দেয়নি। আজকেও ভোট কারচুপি করা হচ্ছে।
সকাল ৯ টায় নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, ভোটারগণ ভোট দিচ্ছে এবং সুষ্ঠু ভোট গ্রহন চলছে। আমার বিজয় সুনিশ্চিত।
সকালে পরিদর্শনে এসে নির্বাচন কর্মকর্তা বলেন, আমরা আশা করছি ভোটাররা ভোট কেন্দ্রে আাবেন, ভোট দিয়ে যাবেন আমরা শান্তিপূর্ণ ভোট শেষ বিজয়ী ঘোষণা করবো।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,
উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
১ ঘন্টা ৭ মিনিট আগে
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
১১ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ২০ মিনিট আগে
১২ ঘন্টা ৭ মিনিট আগে