নোয়াখালীর চাটখিলে একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে আগ থেমে থাকা একটি পিকআপভ্যানে এই আগুন দেওয়া হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৬টি ককটেল উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পৌর বাজারের নিকটবর্তী ডাকবাংলোর পাশে থেমে থাকা একটি পিকআপভ্যানে সন্ধ্যায় হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন এসে তা নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি। তবে এসময় গাড়ির পাশে পেট্রলের একটি খালি বোতল পাওয়া যায়।
চাটখিল থানার ওসি এমদাদুল হক আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাটখিল থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে ৬টি ককটেল উদ্ধার করেছে। এ বিষয়য়ে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২০ ঘন্টা ১৬ মিনিট আগে
২১ ঘন্টা ১০ মিনিট আগে
২২ ঘন্টা ২৩ মিনিট আগে