বাংলাদেশের জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত আরও ২ দিন বাড়লো ‘‌হিট অ্যালার্ট’ অষ্টমবারের মতো কমলো স্বর্ণের দাম হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার বদিউজ্জামান ফকিরের উপরে হামলা চালিয়ে থানায় ঢুকে উত্তাপ ছড়ালো ইঞ্জিনিয়ার আমিনুলের সমর্থকরা চৌদ্দগ্রামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার। সাভারের আশুলিয়ায় স্ত্রী কে হত্যার দায়ে স্বামী গ্রেফতার চৌদ্দগ্রামে ৪র্থ শ্রেনীর কর্মচারী পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুবিতে 'বি 'ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামীকাল তৃতীয় ধাপের চন্দনাইশ উপজেলা নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র জমা শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মনোনীত হলেন আমানত উল্লাহ সাতক্ষীরার কালিগঞ্জে দুইমাস ব্যাপী কম্পিউটার বেসিক এণ্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন তীব্র তাপদাহে অতিষ্ঠ গোদাগাড়ীতে পথচারীদের মাঝে বিএনপি’র পানি ও স্যালাইন বিতরণ নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল, ব্রেসলেট দেখে স্ত্রী শনাক্ত করলো স্বামীর লাশ জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি কিনিকের স্বীকৃতি পেল দেবীপুর কমিউনিটি কিনিক লাখাইয়ে পিপাসার্থদের পাশে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। অভয়নগরের তা'লীমুল কুরআন মাদ্রাসায় আল্লাহর রহমত কামনা করে দোয়া অনুষ্ঠিত ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা উখিয়ার সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

দুর্গাপুরে ভিত্তিহীন ঘটনায় ৭০ বছরের বৃদ্ধকে ফাঁসানোর অভিযোগ



নেত্রকোনার দুর্গাপুরে সত্তর বছরের এক বৃদ্ধকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে মোছা.মদিনা খাতুনের বিরুদ্ধে। ২১ নভেম্বর ওই মামলাটি দুর্গাপুর থানায় রুজু করা হয়েছে। উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ বিশ্বনাথপুর গ্রামের তোতা মিয়া(৭০)এর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

অভিযোগের কতক সাক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনার সরেজমিন খোঁজ নিতে গেলে মিথ্যে মামলা দাখিল করায় স্থানীয়রা তীব্র নিন্দা প্রকাশ করেন। মোছা.মদিনা খাতুন কাকৈরগড়া ইউনিয়নের বকেরচর গ্রামের সাদেক মিয়ার স্ত্রী। তবে অভিযুক্তের স্বামী সাদেক মিয়ার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি মিথ্যে ঘটনায় স্ত্রী কন্যাকে দিয়ে মামলা দাখিল করায় স্বামী সাদেক মিয়া এক সপ্তাহের অধিক সময় ধরে বাড়ি থেকে লজ্জায় বের হননি বলেও জানান স্থানীয়রা।

বৃদ্ধার মেজো ছেলে উসমান গণি কান্না কণ্ঠে আকুতি জানিয়ে বলেন, তোতা মিয়া’র বয়স এখন সত্তর বছর। ৬ছেলে,৩মেয়ে সন্তান রয়েছে। বয়সের ভারে নুয়ে পড়লেও খাদ্য সংকটে এখনো অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে থাকেন তিনি। সন্তানরা পৃথক। তিন মেয়ে বিয়ে দিয়েছেন অনেক আগে। সম্প্রতি তাবলীগ জামাত থেকে বাড়ী ফেরেন। ওই ঘটনার বেশকিছু দিন পূর্বে মোছা. মদিনা খাতুন কিছু টাকা ধার নেন। বেশ কয়েকটি তারিখেও পাওনা টাকা দেয়নি।

গত ২০নভেম্বর দুপুরে টাকা নিতে তাঁদের বাড়িতে গেলে দুইদিন পর টাকা দেয়ার রফা করেন। একদিন পর লোক মারফত শুনতে পাই আমার বাবা নাকী মদিনা খাতুনের বাক প্রতিবন্ধি মেয়ে মাসকুরা খাতুন(১৭)কে একা বাড়িতে পেয়ে ধর্ষণের চেষ্টা চালান।

বিষয়টি এলাকায় জানাজানি হলে সবাই মদিনা খাতুনকে ধিক্কার জানায়। এলাকার কোন লোক ওই সাজানো ঘটনায় মিথ্যে সাক্ষী দিতে রাজী হননি। একজন ছাড়া অন্য সাক্ষীদের বাড়ি ভুক্তভোগীর বাড়ি থেকে এক কিলো দূরত্ব হবে। ঘটনাটি পুরো মিথ্যা। পাওনা টাকা না দিতেই এরকম একটি ভিত্তিহীন ইস্যু দাঁড় করিয়ে বৃদ্ধ বাবাকে হয়রানি করার পায়তারায় নিমজ্জিত রয়েছেন মদিনা খাতুন। আমার এক ভাই আলেম মানুষ। গরীব হলেও সমাজে নুন্যতম অবস্থান নিয়ে বসবাস করছি। এখন আর মানুষের মাঝে মুখ দেখাতে পারছিনা। আমারও একবোন প্রতিবন্ধি রয়েছে। সন্তান হিসেবে মিথ্যে মামলা রুজুর বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাবা দোষি হলে নিজ হতে থানায় হস্তান্তর করব।

তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল আলম জানান, মামলা নথিভুক্ত হওয়ার ঘটনাস্থল তদন্ত করেছি। তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত রিপোর্ট আদালতে উপস্থাপন করা হবে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি(তদন্ত) নুরুল ইসলাম বলেন, মামলাটি অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু ঘটনাটি জটিল। ভিকটিম বাক-প্রতিবন্ধি। ঘটনায় মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।

Tag