আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের চাটখিলের জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভীমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চাটখিল থানার এস আই আল আমিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মহিউদ্দিন বাবু, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন বাচ্চু , নোয়াখোলা কাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন মিলন, ডাক্তার ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে লক্ষী রানী দাস, শিক্ষা চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সাহেলা পারভীন, সফল জননী নারী হিসেবে ফেরদৌস আরা খনম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী খাতিজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী শামীমা আক্তার মেরীসহ মোট ৫জন শ্রেষ্ঠ জয়তাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস - ৯ ডিসেম্বর ২০২৩ পালন উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশ ব্যাপি পরিচালিত " জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অবদান রাখায় সর্বশ্রেষ্ঠ জয়িতা-র সম্মানে ভূষিত হোন চাটখিল উপজেলা ও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ জয়ীতা শামীমা আক্তার মেরী।
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২১ ঘন্টা ১১ মিনিট আগে
২২ ঘন্টা ২৪ মিনিট আগে