যথাযোগ্য মর্যাদায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপচার্য ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ ড. কে এম সালাহ উদ্দীন।
এরপর স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ইইই বিভাগ,গণিত বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ,ইতিহাস বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, আই সি ই বিভাগ, ইইসিই বিভাগ, ফার্মেসি বিভাগ,পরিসংখ্যান বিভাগ,বাংলা বিভাগ, সমাজকর্ম বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, অর্থনীতি বিভাগ, আর্কিটেকচার বিভাগ, বঙ্গুবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, রোভার স্কাউটস গ্রুপ ,কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, পরিবহন পুল সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Tag