ইব্রাহিম (আ.) যখন আল্লাহ নির্দেশে তার শিশুসন্তান ইসমাঈলকে ও তার স্ত্রী হাজেরাকে জনমানবশূন্য প্রান্তর বর্তমান কাবা ঘর ও যমযম কূপের সন্নিকটে রেখে আসেন, তখন উক্ত দোয়া করেন। যাতে করে এই জনমানবহীন মরুপ্রান্তর নিজ পরিবার-পরিজনের জন্য একটি শান্তির শহরে পরিণত হয়, যাতে এখানে বসবাস করা আতঙ্কজনক না হয় এবং প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য হয়। শহরটি যেন হত্যা, লুণ্ঠন, কাফেরদের অধিকার স্থাপন, বিপদাপদ থেকে সুরক্ষিত ও নিরাপদ হয়। ইব্রাহিম (আ.) এর দোয়ার ফলেই আল্লাহ তাআলা মক্কাকে সম্মানিত ও নিরাপদ রেখেছেন, সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে দিয়েছেন। সূত্র: (ইবনু কাসির, তাফসির আল-কোরআনুল আজিম, পৃ: ২২৬; বুখারি হা/৩১২২)
সন্তানাদি ও আবাসস্থল নিরাপদের জন্য দোয়া
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَـَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ
উচ্চারণ: ‘ওয়াইযকা-লা ইব্রাহিমু রাব্বিজ‘আল হা-যা-বালাদান আ-মিনাও ওয়ারঝুকআহলাহূ মিনাসসামারা-তি মান আ-মানা মিনহুম বিল্লা-হি ওয়াল ইয়াওমিল আ-খিরি’।
অর্থ: ‘যখন ইব্রাহিম বলল: হে আমার রাব্ব! এ স্থানকে আপনি নিরাপত্তাময় শহরে পরিণত করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে উপজীবিকার জন্য ফল-শষ্য প্রদান করুন’। (সূরা: বাকারাহ, আয়াত: ১২৬)
৪ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে