দেশে বিপদ ধেয়ে আসছে মন্তব্য করে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, দেশের জনগণকে আপনারা বারবার ধোকা দিবেন। দেশের জনগণকে আপনারা জনগণ না মনে করে বন্দি করে নির্বাচন করবেন। একই দলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচন করবেন আপনারা মনে করছেন জনগণ এটা বুঝবে না। জনগণ সবই বুঝে। বিএনপি ও সমমাননা দলগুলো যে আন্দোলনে রয়েছে, সেই আন্দোলনে দেশের জনগণের সমর্থন রয়েছে।সুতরাং দেশে কিন্তু বিপদ ধেয়ে আসছে।
বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এই দুর্ভাগা জাতির রাজনীতির করুণ মৃত্যুর কথা আপনাদের বলতে চাই। সেই করুণ মৃত্যু হচ্ছে গণতন্ত্রের, বাকস্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার।
রিজভী বলেন, আওয়ামী সরকারের মন্ত্রীদের যে নিষ্ঠুরতা জঙ্গিদের চাইতেও আর কেউ করেছে বলে আমার মনে হয় না। যে সব প্রতিষ্ঠান গণতন্ত্রকে সবল শক্তিশালী রাখে সেগুলো তো আগেই ভেঙ্গে চুরমার করে দেয়া হয়েছে।বিরোধী দলকে নির্মূল করার জন্য বিচার বিভাগকে অত্যন্ত নির্মমভাবে ব্যবহার করা হয়েছে। ক্রীতদাস বিচারকদের দিয়ে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদেরকে জেল সাজা দেওয়া হচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, এবার রাজনৈতিক খেলা, নির্বাচনী খেলা তো আপনারা দেখালেন। একদলকে বিভিন্ন দল করে আমি ডামি মামুদের কে দিয়ে যে নির্বাচন করালেন এই নির্বাচনে গোটা বিশ্ববাসী হাততালি দেয়নি। মুচকি হেসেছে যে এরা মানুষ হিসেবে কথা বলেছে নাকি এদের ভিতর অন্য কিছু আছে, অন্য কোন সত্ত্বা আছে তাদের। এখন রাজনীতির খেলা নাকি দেখাবে। তারা দুর্নীতির সাগরে ভাসছে তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। দুর্নীতি তো আপনাদের সরকারের অঙ্গের ভূষণ, লক্ষ কোটি টাকা পাচার করে আপনাদের পরিবারকে ঐতিহ্যের মধ্যে রেখেছেন এখন নাকি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির খেলা হবে।
রিজভী অভিযোগ করে বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনের বেশি নেতাকর্মীকে। এছাড়া এ সময়ে ২ মামলায় ১৩৫ জনকে আসামি করা হয়েছে।
৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে