গতকাল (শুক্রবার ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ),রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহণ ও ১ম আলোচনা সভা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা।তারপর সকলের উপস্থিতিতে কমিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ এর সদস্য খাইরুল ইসলাম দুখু।
তাছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত তরুণ লেখকদের উদ্দেশ্যে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন । বক্তারা আশা করেন দেশ ও জাতির কল্যাণে এই তরুণ লেখকরা তাঁদের লেখনীর মাধ্যমে অবদান রাখবে । মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ এর সদস্য খায়রুল ইসলাম দুখু,বিটিসিএলএফ,রাবি শাখার সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
উল্লেখ্য,বিটিসিএলএফ,রাবি শাখার সংগঠনটি তরুণদের নিয়ে ২০১৮ সাল থেকে লেখালিখি বিষয়ে বিভিন্ন কর্মশালা আয়োজন করে আসছে ।
৬ দিন ৫৬ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে