রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে বোন নিহত ভাই আহত।
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা সদরে শহীদ ওহাবপুর ইউনিয়নে আগুনে পুড়ে বড়ু খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত বড় খাতুনের ছোট ভাই ইনু। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি ঘর একটি গরু ও আসবাবপত্র। বুধবার ভোররাতে আসলাদিপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।শহীদ ওহাবপুরের মেম্বার হাবিবুর রহমান বাবু জানান, নিহত ওই বৃদ্ধার ঘর থেকে অগ্নিকাণ্ড এ ঘটনা ঘটে। এসময় তাকে বাঁচাতে ছোট ভাই ছুটে এলে সেও অগ্নিকাণ্ডে আহত হয়। আহত ছোটভাই ইনু ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাজবাড়ী খানখানাপুর এর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মাহবুর রহমান বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এঘটনায় একজনের মৃত্যু হয়েছে ওএকজন আহত হয়েছে।এছাড়াও একটি শোয়ার ঘর ও একটি গরুর ঘর পুড়ে যায়।
১২ ঘন্টা ৬ মিনিট আগে
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে