মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শত শত দর্শকদের উপস্থিতিতে গ্রাম বাংলার এক সময়ের অতি জনপ্রিয় কাবাডি খেলা মরহুম ফজলুল করিম (ভুলু মিয়া) স্মৃতি স্মরণে কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী লাল মসজিদ সংলগ্ন মাঠে উৎসব মুখর পরিবেশ ২১ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সেভেন স্টার চ্যাম্পিয়ন এবং লিটন এর দল রানার্সআপ হন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, সাবেক চাটখিল উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও খেলার প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইয়াছিন করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মল্লিকা দীঘির পাড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আলী ভূইয়া, ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড (চাটখিল) প্রধান মোঃ মহসিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মনু, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াদ মিজি, ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান ও এলাকায় সামাজিক ব্যক্তিবর্গ।
সার্বিক সহযোগিতা ও খেলা পরিচালনা করেন আনিসুল করিম রানা। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের ট্রপি ও পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
৪৮ মিনিট আগে
৫১ মিনিট আগে
১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে