সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়। এটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা।
উল্লেখ্য, রবিবার (২৫ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।
২ ঘন্টা ২০ মিনিট আগে
২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৪৯ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে