আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, আপনারা আমার পাশে আছেন। এই বিশাল জনসভায় আপনাদের উপস্থিতিই প্রমান করেছে। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ফারুকুর রহমান এমন মন্তব্য করেছেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭ মার্চ (বৃহস্পতিবার) আয়োজিত বিশাল মতবিনিময় সভায় যুবলীগ নেতা আজিম মিজির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি মোঃ ফারুকুর রহমান।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মোহাম্মদ আলী মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, জেলা পরিষদের সাবেক সদস্য ইমরুল চৌধুরী রাসেল, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন, উপজেলা ছাত্র লীগের সহসভাপতি জসিম উদ্দিন বাদল ও ইউপি সদস্য ইউসুফ আলী।